সর্বশেষ সংবাদ :

গোমস্তাপুরে যুবককে মারধরের ঘটনায় আটক ৪ জন হাজতে

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক যুবককে মারধরের ঘটনায় আটক ৪ জনকে রোববার জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এরআগে শনিবার রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের টমপাড়ায় কাইউম (৪০) নামে এক যুবককে পিটিয়ে আহত করে তারা।
পুলিশ জানিয়েছে, পুর্ব শত্রুতার জের ধরে ওই যুবককে মারধর করে তারা। আহত ওই যুবক নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নে চৌরাসমেশপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে ওসি খাইরুল বাশার জানান, শনিবার রাতে ওই স্থানে ওই যুবককে মারধর করার সময় স্থানীয়রা তাদের আটক করে সোপর্দ করে। রোববার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
আটকৃতরা সকলেই উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা শেরপুর গ্রামের বাসিন্দা। আটককৃতরা হলো, দাউদ (২০), শাহীন (৩৫), রাজু (২৬)।


প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪ | সময়: ৬:৫৯ পূর্বাহ্ণ | সুমন শেখ