মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বিব্রতকর রেকর্ডটির মালিক এখন মুমিনুল হক। ব্যাট হাতে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার নজির এখন তার-ই।
সবশেষ জ্যামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসের প্রথম দিনেই শূন্য রানে ফিরেছেন মুমিনুল। খালি হাতে ফিরেই বিব্রতকর রেকর্ডটি নিজের করে নিয়েছেন তিনি। যে রেকর্ডটি এতদিন দখলে ছিল মোহাম্মদ আশরাফুলের। অবশ্য সবচেয়ে বেশি শূন্যতে আউট হওয়ার রেকর্ড যেমন মুমিনুলের, দেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকও তিনি।
১১৯ ইনিংস খেলে আশরাফুল ১৬বার শূন্য রানে আউট হয়েছেন। তাকে ছাড়িয়ে যাওয়া মুমিনুল ১২৮ ইনিংসে শূন্যতে ফিরেছেন ১৭বার! যৌথভাবে তিনে আছেন মুশফিকুর রহিম, সৈয়দ খালেদ আহমে ও তাইজুল ইসলাম। তারা সবাই শূন্য রানে আউট হয়েছেন ১৩বার। সার্বিকভাবে টেস্টে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার নজিরটি কেবল কোর্টনি ওয়ালশের। ক্যারিবিয়ান লিজেন্ড শূন্যতে ফিরেছেন ৪৩বার।