মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) রাজশাহী মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। শনিবার রাতে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে আহ্বায়ক করা হয় সরদার জুয়েলকে, সদস্য সচিব করা হয় আসাদুজ্জামান নুর আসাদ।
দীর্ঘদিন ধরে রাজশাহীতে বিজেপির কর্মকাণ্ড ছিলো না। তবে, সম্প্রতি সময় রাজশাহীতে সরদার জুয়েল ও আসাদের নেতৃত্বে প্রায় বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে দেখা যাচ্ছিল। বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশনায় তারা রাজশাহীতে নানান কর্মসূচি পালন করে আসছিল। সেই সঙ্গে দলকে শক্ত অবস্থানে নিয়ে আসার জন্য কর্মি সংগ্রহের মতো কাজগুলো করছিল। তারই পুরষ্কার হিসেবে এবার আনুষ্ঠানিকভাবে বিজেপি রাজশাহী মহানগর আহ্বাক কমিটির নেতৃত্বে আসলেন সরদার জুয়েল ও আসাদ। সরদার জুয়েলকে আহ্বায়ক ও আসাদুজ্জামান নুর আসাদকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
এর আগে বুধবার রাজধানীর বারিধারাস্থ দলীয় কার্যালয়ে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাজশাহী মহানগর বিজেপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। ওই সময় তিনি রাজশাহীর নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করে। মহানগর বিজেপির নেতাকর্মীরা রাজশাহীতে একটি শক্তিশালী সংগঠন উপহার দেওয়ার আশা ব্যক্ত করেন।
রাজশাহী মহানগর বিজেপির আহ্বায়ক সরদার জুয়েল জানান, ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে তরুণ প্রজন্ম থেকে শুরু করে সকলেই ভালোবাসেন। উনার রাজনৈতিক দুরদর্শিতার প্রশংসা করেন, জনগণ একজন আদর্শবান রাজনৈতিক নেতা খোঁজে। জনগণের নায্য অধিকার প্রতিষ্ঠার জন্য ব্যারিস্টার পার্থকে সারাদেশের আনাচে কানাচে নিয়ে যেতে চাই তারই ধারাবাহিকতায় রাজশাহীতে একটি শক্তিশালী সংগঠন উপহার দেওয়ার মাধ্যমে তা প্রতিষ্ঠিত পাবে। আগামীতে রাজশাহীতে বিজেপির জনজোয়ার তৈরি হবে বলেও জানান সরদার জুয়েল।
মহানগর বিজেপির সদস্য সচিব আসাদ জানান, মানুষ পার্থ সাহেবকে অত্যন্ত বেশি ভালোবাসে। দলের চেয়ারম্যানের আলাদা একটি ইমেজ তৈরি হয়েছে। আগামীতে আস্থার প্রতীক তৈরি হয়েছে।
৩১ সদস্য বিশিষ্ট রাজশাহী মহানগর বিজেপির সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যান্য দায়িত্বে যারা আছে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আরিফ, যুগ্ম আহ্বায়ক রওশন উজ্জামান খান, তাজ মোহাম্মদ, সোহাগ হোসেন, মাওলানা মফিদুল ইসলাম সিরাজী, শাহিন হোসেন জনি, আশরাফুল আলম পলাশ, মেহেদি হাসান নয়ন, বাকী চিশতি, ইয়াসিন আলী, তানভীর রহমান শিমুল।
সদস্যরা হলেন, রয়েল হাসান, ফেরদৌস কমল, রাজন ইসলাম, মনির হোমেন, ফারুক ঞোসেন, সুমন আলী, সাকিবুল ইসলাম, রাজিব হোসেন, সাকুয়ার হোসেন মিম, নাজমুল হোসেন, রায়হান আলী, মাসুদ রানা, মোহন আলী, জীবন হোসেন, নাহিদ উদ্দিন, ইবনে খাবতাব, বাপ্পি ইসলাম, শাহরিয়ার আলী।
সানশাইন / শামি