ইসলামী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

ওয়াসিফ আবরার, ইবি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ‘উপমহাদেশে আরবি ভাষা ও সাহিত্য প্রচারে নাদওয়াতুল উলামার অবদান’ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে ‘বাংলাদেশ ও পূর্ব এশিয়া সম্পর্ক ১৯৭২-১৯৯০: একটি ঐতিহাসিক বিশ্লেষণ’ শীর্ষক পৃথক দুটি পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) সকালে অধ্যাপক ড. আ.ব.ম. মুখলেছুর রহমান সেমিনার লাইব্রেরিতে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের এবং ইসলামের ইতিহাস বিভাগে অপর পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়।

এদিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে ‘বাংলাদেশ ও পূর্ব এশিয়া সম্পর্ক ১৯৭২-১৯৯০: একটি ঐতিহাসিক বিশ্লেষণ’ শীর্ষক আরেকটি পিএইচ.ডি সেমিনার অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. নকীব নসরুল্লাহ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গবেষণাপ্রবন্ধের উপরে আলোচনা করেন। বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী’র সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক ছিলেন অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ। গবেষণাকর্মের তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. শরিফুল ইসলাম, অধ্যাপক ড. আব্দুল বারী, বিভাগের শিক্ষকবৃন্দ এবং গবেষক মোঃ শিহাব উদ্দীন সেমিনারে উপস্থিত ছিলেন।

অপরদিকে, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ‘উপমহাদেশে আরবি ভাষা ও সাহিত্য প্রচারে নাদওয়াতুল উলামার অবদান’ শীর্ষক পিএইচডি গবেষণাকর্মের ২য় সেমিনার অনুষ্ঠিত হয়। বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ আব্দুল মোত্তালিবের সভাপতিত্বে ও অধ্যাপক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী এবং গবেষণা তত্ত্বাবধায়ক, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাঃ তোজাম্মেল হোসেন। সেমিনারে আলোচক হিসেবে ছিলেন অধ্যাপক ড. কাউছার মোঃ বাকী বিল্লাহ, অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক ছিদ্দিকী এবং অধ্যাপক ড. মোস্তাক মোহাম্মদ আব্দুল মুক্তাদির মুনাওয়ার আলী। বিভাগের অন্যান্য শিক্ষক এবং পিএইচ.ডি ফেলো এইচ. এম. আতাউর রহমান সেমিনারে উপস্থিত ছিলেন।

সানশাইন /শামি


প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪ | সময়: ৮:১৯ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর