সর্বশেষ সংবাদ :

মহাদেবপুরে মা*দ*ক সম্রাট বিমান কুন্ডু আটক

মহাদেবপুর প্রতিনিধিঃ

অবশেষে মহাদেবপুরের বহুল আলোচিত মা*দ*ক সম্রাট বিমান চন্দ্র কুন্ডু কে( ৪৩) পুলিশ আটক করতে সক্ষম হয়েছে ।

 

জানা গেছে, শনিবার (৩০ নভেম্বর) রাতে মহাদেবপুর উপজেলার মা*দ*কের সাম্রাজ্য খেত রাইগাঁ ইউনিয়নের সবুজ কুড়ি কিন্ডারগার্টেন সংলগ্ন রাস্তা থেকে বিমান চন্দ্র কুন্ডুকে ৫০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট-সহ আটক করা হয়েছে। আটককৃত সম্রাট রইগাঁ (মাতাজিহাট) বাজারের বিশ্বনাথ কুণ্ডুর ছেলে। বিমান কুন্ডু দীর্ঘদিন যাবত ঔষধ ব্যবসার নামে মা*দ*ক কেনা-বেচাই বেশি করত। এলাকায় একজন প্রভাবশালী নেতার ছত্রছায়ায় থেকে নির্বিঘ্নে মা*দ*ক ব্যবসা পরিচালনা করে ওই এলাকার যুব সমাজকে ধ্বংস করলেও আইনশৃঙ্খলা বাহিনী তাকে আইনের আওতায় আনতে সাহস পায়নি।

 

মা*দ*ক সম্রাট খ্যাত বিমান কুন্ডু অতি চতুর ও ধুরন্ধর হওয়ায় পরিবর্তিত পরিস্থিতির আড়াই মাস পর পুলিশ তাকে আটক করতে সক্ষম হলো। উল্লেখ্য যে, প্রভাবশালী নেতার ছত্রছায়ায় থেকে বিমানকুণ্ড মা*দ*ক ব্যবসার পাশাপাশি নানা অপকর্ম করলেও ওই এলাকার সাধারণ মানুষ ও নিরীহ ব্যবসায়ীরা প্রতিবাদ করতে সাহস পেত না। সে আটক হবার পর ওই সকল মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে এবং তারা উল্লাস প্রকাশ করেছে।


প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪ | সময়: ১০:৩৪ অপরাহ্ণ | Daily Sunshine