সর্বশেষ সংবাদ :

নাচোলে আদবাসী নেতা মদন কুমার বারোয়ারে স্মরণ সভা অনুষ্ঠিত

নাচোল প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ৩নং নাচোল ইউনিয়নের হাটরাজবাড়ী এলাকার বিশিষ্ট সমাজসেবক, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রেসিডিয়াম সদস্যও চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রতিষ্ঠাতা সভাপতি মদন কুমার বারোরের স্মরণসভা অনুষ্টিত হয়েছে।

গত ১৭নভেম্বর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইহলোক ত্যাগ করেন। তার স্মরনে গতকাল শুক্রবার বিকাল ৩টায় রাজবাড়ী শ্মশানে তার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা কামানা করা হয়। পরে শোক র‌্যালী শেষে রাজবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে স্মরণসভায় আদিবাসীনেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। ওইদিন রাতে তার বাড়ীতা গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

সানশাইন / ডলার/শামি


প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪ | সময়: ৪:০৭ অপরাহ্ণ | Daily Sunshine