স্বৈরশাসক শেখ হাসিনার সময় জালসা করতেও দেয়া হয়নি: আবু সাঈদ চাঁদ

মিজানুর রহমান, চারঘাট: রাজশাহীর চারঘাটে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ফ্রি ব্লাড গ্রুপিং ক্যামপেইনের উদ্বোধন করেন রাজশাহীর জেলা বিএনপির সভাপতি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ। হাজী আবুল হোসেন দাতব্য চিকিৎসালয় কর্তৃক আয়োজিত ফ্রি ব্লাড গ্রুপিং ক্যামপেইন পরিচালনা করেন মানবতার ফেরিওয়ালা সমাজ কল্যান সংস্থার সভাপতি রাকিবুল হাসান অলিভ।
সাধারণ সম্পাদক খায়রুল ইসলামের সভাপতিত্বে ওই এলাকার প্রায় দুই শতাধিক দুস্থ মানুষ ফ্রি ব্লাড গ্রুপিং করান। এসময় প্রধান অতিথি আবু সাঈদ চাঁদ বলেন, মানবতার ফেরিওয়ালা সমাজ কল্যান সংস্থা মুলত খেটে খাওয়া মানুষের সেবায় নিয়োজিত। তারা গ্রামের অসহায় দুস্থদের সেবা করে আসছে। এদের মতো সবাইকে মানব সেবায় এগিয়ে আসতে হবে। মানুষের সেবা করলে, আখিরাতের সুফল পাওয়া যাবে। মানব সেবায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধান অতিথি আবু সাঈদ চাঁদ।
এ দিকে হাজী আবুল হোসেন এতিমখানা হাফেজিয় মাদ্রাসা লিল্লা বোডিং এর উদ্যোগে বিকেলে মাদ্রাসা প্রাঙ্গনে বিশাল ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মানবতার ফেরিওয়ালা সমাজ কল্যান সংস্থার সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, শলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মাসুম, শলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রবিন রাজনীতিদি শামসুল হক প্রামানিক, শলুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আরমান আলী প্রমুখ।
এ সময় প্রধান অতিথি আবু সাঈদ চাঁদ বলেন, স্বৈরশাসক শেখ হাসিনার সময় জালসা করতেও দেয়া হয়নি। ইসলাম প্রচারেও বাধা প্রদান করেছে জালিম সরকার। ধর্মপ্রাণ মুসলমান ইসলাম প্রচারের জন্য চারঘাট-বাঘায় যখন ইসলামী জালসা করার প্রস্তুতি নিয়েছে তখনই জালিম সরকারের পেতাত্মারা জালসা বন্ধ করে দিয়েছে। শুধু বন্ধ করে দিয়েই ক্ষান্ত হয়নি তারা। জালসার আয়োজকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেও তারা দ্বিধা করেনি। কিন্তু বিএনপি কখনও ইসলাম প্রচারে বাধা দেয়নি। বিএনপি জনগণের দল। বিএনপি সব সময় জনগনের ভাষা বোঝে। এদেশের খেটে খাওয়া শ্রমিকের দল বিএনপি।
স্বৈরশাষক শেখ হাসিনার সরকার কখনও জনগনের মঙ্গল করেনি। তারা শুধু মানুষের হক মেরে নিজেদের আখের গোছাতেই ব্যাস্ত ছিল। অনিয়ম আর দুর্নীতির উপর ভর করে তারা জনগনের কাছ থেকে আজ বিতাড়িত। আপনারা নির্ভয়ে ইসলাম প্রচার করবেন। জনগণের মঙ্গল কামনায় কাজ করবেন।


প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪ | সময়: ৫:৪৮ পূর্বাহ্ণ | সুমন শেখ