বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বাগমারার উপজেলার গ্রামের নিজ বাড়ি থেকে বাগমারা থানার হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ তাকে গ্রেপ্তার করে।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রে আইসি আকরাম আলী।
গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা তোহিদুল ইসলাম উপজেলার নরদাশ ইউনিয়নের বেনীপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
পুলিশ জানায়, আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের আগের দিন, বাগমারা উপজেলার আওয়ামী লীগ নেতাকর্মী আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতাকারীদের হত্যার উদ্দেশ্যে এই নাশকতা চালায়।
বাগমারা থানার অফিসার ইনচার্জ বলেন, আজকে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।