ই-পেপার
সর্বশেষ সংবাদ :

ইসকন নিষিদ্ধের দাবিতে গোদাগাড়ীতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: ভারতীয় উগ্রবাদী সংগঠন ইসকনের সদস্য কর্তৃক সন্ত্রাসী হামলায় চট্রগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা ও মসজিদ ভাঙচুরের প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের পাশাপাশি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে (ইসকন) ‘জঙ্গি সংগঠন’ আখ্যা দিয়ে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গোদাগাড়ীতে তৌহিদি জনতা ও ওলামায়ে ফোরাম।
শুক্রবার জুমার নামাজ শেষে গোদাগাড়ী স্বাধীন চত্বরে বিভিন্ন মসজিদ থেকে মিছিল নিয়ে জড়ো হয় মুসল্লিরা। বিক্ষোভ মিছিলটি ডাইং পাড়া বাজার প্রদক্ষিণ করে স্বাধীন চত্বরে শেষ হয় এবং পরে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেন তারা।
মিছিলে স্লোগানে মুসল্লিরা বলেন, আমার সোনার বাংলায়, ইসকনের ঠাঁই নাই; জেগেছেরে জেগেছে, তৌহিদি জনতা জেগেছে; আমার ভাইয়ের হত্যা কেন, প্রশাসনের জবাব চাই; নারায়ে তাকবির, আল্লাহু আকবর; ইসকনের কালো হাত, ভেঙে দাও পুড়িয়ে দাও; বিশ্বের মুসলিম এক হও এক হও ইত্যাদির শ্লোগান দেয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা ওমর ফারুক, মাওলানা হাবিবুল্লাহ, হাফেজ আব্দুল কাবির,মাওলানা আব্দুল রাকিব, অ্যাডভোকেট সালাউদ্দিন বিশ্বাস, মাহবুবুর রহমান বিপ্লব ও বরজান আলী পিন্টু বক্তারা বলেন, ইসকন একটা ধর্মীয় সংগঠন নয়, এটা একটা ভারতের উগ্রবাদী সাম্রাজ্যবাদী সন্ত্রাসী সংগঠন। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে ইসকনদের এই বাংলায় জায়গা দেওয়া যাবে না।
আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, সম্প্রীতির বাংলাদেশ। হিন্দুরা মন্দিরে যাবে, মুসলিমরা মসজিদে যাবে কিন্তু এই বাংলায় ইস্কনের ঠাঁই নাই। ইসকন মসজিদে হামলা করে বুঝিয়ে দিতে চাচ্ছে আমরাও মন্দিরে পাল্টা হামলা করি কিন্তু এই খেলা আমরা বুঝে গেছি। সাইফুল ইসলাম কে? আমরা তাকে চিনি না, জানি না কিন্তু তার জন্য আমরা গোদাগাড়ী বাসি দাঁড়িয়েছি।
তারা আরও বলেন, ৫ আগস্টে আমরা বিজয় পাইনি বরং এই দিনেই আমাদের যুদ্ধ শুরু হয়েছে। গোদাগাড়ী থেকে এই সরকারকে হুশিয়ারি দিতে চাই- এই বাংলায় ইসকনকে উপযুক্ত শাস্তি দিতে না পারলে আমরা জুলাইয়ের অভ্যুত্থানের মতো মাঠে নামতে বাধ্য হবো। আপনারা লক্ষ্য করেছেন ২৪ এর জুলাই বিপ্লবে মুসলিমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছিল কিন্তু আজ হিন্দু ধর্মাবলম্বী নামে যে কুচক্রী মহল রয়েছে তারাই ধর্মীয় উস্কানি দিয়ে যাচ্ছে।


প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪ | সময়: ৫:৪৪ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর