মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসান দেশে ফিরতে পারছেন না ৫ আগস্টের পর থেকে। ওই দিন পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন তিনি। পরে সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চাইলেও পারেননি।
এখন এই অলরাউন্ডারের ভবিষ্যৎ ক্যারিয়ার কী হবে, তা নিয়ে রয়েছে নানা শঙ্কা। একটি জাতীয় দৈনিকের খবর, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকছেন না সাকিব। মূলত তিনি চেয়েছিলেন, তার জব্দ হওয়া ব্যাংক অ্যাকাউন্ট যেন খুলে দেওয়া হয়। এছাড়া তার দেশে-আসা যাওয়া যেন অবাধ হয়। কিন্তু তার এমন চাওয়া পূরণ করতে রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের ওই সামর্থ্যও নেই। এজন্য সাকিব থাকছেন না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে।
এ ব্যাপারে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ওই দৈনিককে বলেন, ‘আমরা চাইলেই অনেক কিছু করতে পারি না। সাকিব দেশে খেলতে পারে না, সে দলের সঙ্গে অনুশীলন করতে পারে না। এভাবে শুধু বিদেশে খেলা চালিয়ে যাওয়া কঠিন। ’