মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ইসমাঈল হোসেন লিংকন, পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, আলিনগর চেয়ারম্যান মাসুম, বাঙ্গাবাড়ি চেয়ারম্যান শহিদুল ইসলাম, চৌডালা চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া চেয়ারম্যান সামিউল আলম শ্যামল, সাংবাদিক আতিকুল ইসলাম আজম, নাহিদ ইসলাম ও আলাউদ্দিন পারভেজ প্রমুখ। সভায় উপজেলার আইন শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।