ই-পেপার
সর্বশেষ সংবাদ :

‘বশেমুরবিপ্রবি’এর নিরাপত্তা কর্মকর্তাকে সেনাবাহিনীর হাতে সোপর্দ

তরিকুল ইসলাম, বশেমুরবিপ্রবি  :

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলাম এর প্রতি শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করার অভিযোগ রয়েছে।তিনি বেশকিছু দিন আত্মগোপনের থাকার পর আজকে অফিস করতে আসলে আটক করে সাধারণ শিক্ষার্থীরা।এসময় উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উপস্থিত হয় এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় উক্ত কর্মকর্তাকে সেনাবাহিনীর হাতে সোপর্দ করা হয়।

সেই সাথে নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলাম কে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়ার দাবীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করে। আওয়ামী লীগের পক্ষ হয়ে ছাত্রদের বিরুদ্ধে বিভিন্ন আক্রমণাত্মক পদক্ষেপ গ্রহণ করার অভিযোগও উঠে। শিক্ষার্থীদের হল থেকে বের করে দেওয়া, ফোন কেড়ে নেওয়া এবং বহিরাগতদের সাথে এক হয়ে ছাত্রদের আন্দোলনকে বাঁধা প্রদান করতো।

সানশাইন /তরিকুল/শামি

 


প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৪ | সময়: ৫:৪০ অপরাহ্ণ | Daily Sunshine