শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর:
রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশ ফের সাঁড়াশি অভিযান চালিয়ে হ*ত্যা*চেষ্টা, না*শ*কতা ও বি*স্ফো*রকদ্রব্য আইনে দায়ের করা মামলার আসামী-সহ ৮ জনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, না*শকতা ও বি*স্ফো*রকদ্রব্য আইনের মামলায় দুর্গাপুর পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন (৫৫) ও তার ছেলে যুবলীগ নেতা মাইনুর রহমান রতন (৩২), দেলুয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মকলেছুর রহমান (৪৫), ঝালুকা ইউনিয়ন আওয়ামী লীগের-সহ সভাপতি আব্দুল আলীম (৩৬), গোপালপাড়া গ্রামের জাহিদুল করিম (৪২)।
এছাড়া সিআর মামলায় পরোয়ানাভুক্ত সাঁকোয়া গ্রামের এনামুল হক (৩৮), নান্দিগ্রামের ইসরাফিল হোসেন (৪৫), ও জিআর মামলায় ইসবপুর এলাকার মিজানুর রহমান মিনুকে (৩৫) গ্রেফতার করা হয়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা বলেন, পুলিশের সাঁড়াশি অভিযানে নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের হওয়া মামলার আসামী-সহ বিভিন্ন অভিযোগে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে না*শ*কতা ও বি*স্ফো*রকদ্রব্য আইনের মামলায় ৫ জন, সিআর মামলায় ২ জন ও জিআর মামলায় এক জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বুধবার দুপুরে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত আসামীদের পাঠানোর আদেশ দেন বলেও জানান ওসি।