সর্বশেষ সংবাদ :

“বশেমুরবিপ্রবিতে বিতর্কে চ্যাম্পিয়ন বিএমবি বিভাগ”

বশেমুরবিপ্রবি প্রতিনিধি :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত ‘ফ্রেশার্স ডিবেট ৫.০.’ এর ফাইনাল রাউন্ড ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল ৪.০০ টায় বিশ্ববিদ্যালয়ের কাজী মসিউর রহমান মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়েছে। ফ্রেশার্স ডিবেট ৫.০ এ “এই সংসদ বাংলাদেশ সংবিধানের সংস্কার নয় পূনর্লিখন চায়” এই বিষয়ে সরকারী দল ইতিহাস বিভাগকে হারিয়ে বিরোধী দল বিএমবি বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে।

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ- উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান, সহযোগী অধ্যাপক ও প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, আইন অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড.রাজীউর রহমান সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক বিতার্কিক, বিচারকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, প্রধান অতিথির বক্তব্য উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, আমার কাছে এই জিনিস গুলো অত্যন্ত ভালো লেগেছে,এখানে কতগুলো কর্মকান্ড হচ্ছে যেগুলো মানুষের সুখময় প্রবৃওগুলো যেগুলো উৎকর্ষতা সাধনের জন্য অত্যবশক, ডিবেটিং এগুলোর মধ্য অন্যতম। এগুলো মানুষকে অনেক বেশি সাংস্কৃতবান হতে সাহায্য করে। “এই সংসদ বাংলাদেশে সংবিধানের সংস্কার নয় পূনর্লিখন চায়” এই বিষয়ে যারা পক্ষে বিপক্ষে অংশগ্রহণ করছে তারা অত্যন্ত সুন্দরভাবে বির্তক সম্পাদন করছে। আমি উৎসাহিত করবো এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদেরকে এই ধরনের ক্রিয়েটিভ কাজে অংশগ্রহণ করতে।

উল্লেখ্য,ডিবেটিং সোসাইটির উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছরও ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করেছে, ‘ফ্রেশার্স ডিবেট ৫.০.’।

সানশাইন / নিলয়/শামি


প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৪ | সময়: ৯:৪২ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর