সর্বশেষ সংবাদ :

এবার ২৫ নভেম্বর পালিত হবে ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস

ইবি প্রতিনিধি :

নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিবছর ২২ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের দিবস পালিত হলেও এবছর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বিদেশে থাকায় ২২ নভেম্বরের পরিবর্তে ২৫ নভেম্বর পালিত হবে বিশ্ববিদ্যালয় দিবস। তবে ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করতে যাচ্ছে প্রশাসন। বুধবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আলীনূর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

উদযাপন কমিটির সূত্রে জানা যায়, ২২ নভেম্বর শুক্রবার বাদ জুম্মা কেন্দ্রীয় মসজিদে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে যারা ছিলেন তাদের আত্মার শান্তি কামনা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার শান্তি কামনা এবং আন্দোলনে যারা আহত হয়েছে তাদের দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আলীনূর রহমান জানান, প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে বসে আলোচনা করে এমন দোয়া মাহফিলের সিদ্ধান্ত নেয়া হয়। শিগগিরই নোটিশের মাধ্যমে গৃহীত কর্মসূচি জানিয়ে দেওয়া হবে।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, ২৫ নভেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী বলতে এখানে বিশেষ অজুহাতে বা ভিসি স্যারের অনুপস্থিতির কারণে পেছানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিবছর ২২ নভেম্বর। এবার দোয়া মাহফিলের আয়োজনকে শ্রদ্ধা জানাই। যদিও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন এখনও পাইনি। হয়তো প্রজ্ঞাপন দিবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে ৫ দিনের সফরে ইন্দোনেশিয়া গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। সেমিনারে অংশগ্রহণ শেষে ২৩ নভেম্বর (শনিবার) তিনি দেশে ফিরবেন।

সানশাইন/ওয়াসিফ/শামি


প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৪ | সময়: ৭:০৮ অপরাহ্ণ | Daily Sunshine