মহাদেবপুরে সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম

মহাদেবপুর প্রতিনিধি:

মহাদেবপুরে সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম। আগের মতই চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরণের সবজি। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) উপজেলা সদরের সবজি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে প্রতি কেজি বেগুন ৬০ টাকা, আলু ৭৫ টাকা, পটল ৫০ টাকা, কপি ৮০ টাকা, মুলা ৫০ টাকা, পালং শাক ৮০ টাকা, সিম ১০০ টাকা, টমেটো ১২০ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। এ চড়া দামে সবজি কিনতে গিয়ে চরম বেকায়দায় পড়ছেন ক্রেতারা। অন্যান্য বছর নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শীতকালীন সবজির দাম কমতে শুরু করে। এবার নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পার হলেও সবজির দাম কমার কোন লক্ষণ নেই, উল্টো বেড়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এবার ৮২০ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে।

 

উপজেলা কৃষি অফিসের উপ-উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: মোমিনুল ইসলাম বলেন, চলতি মৌসুমে অধিক বৃষ্টিপাতের কারণে অনেক সবজি ক্ষেত নষ্ট হয়েছে, এ কারণে সবজির দাম কমছে না।


প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৪ | সময়: ৭:২৮ অপরাহ্ণ | Daily Sunshine