কালাইয়ে বোনের বাড়িতে মাছ নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ভাইয়ের মৃ *ত্যু

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ
জয়পুরহাটের কালাইয়ে বোনের বাড়িতে মাছ নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আলী আনসার নামে এক ব্যাক্তি মৃত্যু হয়েছে। নিহত আলী আনসার (৫৪) কালাই উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের বোড়াই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। গতকাল মঙ্গলবার রাতে কালাই-জয়পুরহাট রোডে কালাই উপজেলার হাজীপাড়ার গ্রামের রাস্তার পূর্বে নির্মনাধীন আইসিটির রাস্তার সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

ঘটনাস্থল থেকে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে মৃত্যু আলী আনসার কালাই উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের বোড়াই তার গ্রামের বাড়ির নিজস্ব পুকুরের মাছ ধরে। পরে তিনি মাগরিবের নামাজ পড়ে তার বড় বোনের বাড়ি ক্ষেতলাল উপজেলার শালগুন গ্রামে মাছ নিয়ে মোটরসাইকেল রওনা দেন। জয়পুরহাট থেকে ছেড়ে আসা হাজীপাড়ার গ্রামের রাস্তার পূর্বে নির্মনাধীন আইসিটির রাস্তার সামনে একটি ট্রাক তার মোটরসাইকেলের সামনে ধাক্কা দিলে ঘটনাস্থলে আলী আনসার মৃত্যু হয়। এসময় ঘটনাস্থল থেকে ঐ ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

 

 

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় আলী আনসার নামে এক ব্যাক্তি নিহতের ঘটনা নিশ্চিত করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবেন।

সানশাইন / শামি

 


প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪ | সময়: ৭:৩৫ অপরাহ্ণ | Daily Sunshine