রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
লিয়াকত আলী বাবলু:
মহাদেবপুরে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয় বাসস্ট্যান্ডে (মাছ চত্বর) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মহাদেবপুর উপজেলা বিএনপি অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠন এ আয়োজন করে। মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ শহিদুল ইসলাম (সাগর), উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মুজাফফর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইফতেখারুল আলম ইপু, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ রিপন মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আমিনুল ইসলাম। আলোচনা সাভার আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভাস্থলে এসে মিলিত হয়।