বাঘায় দিনে-দুপুরে একজন মাংস ব্যবসায়ীর টাকা ছিনতাই !

স্টাফ রিপোর্টার, বাঘা:

রাজশাহীর বাঘায় নাইম হোসেন (২৪) নামে এক মাংস ব্যবসায়ীর ৮৫ হাজার টাকা ছিনতাই এর অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে বাঘা পৌরসভার নারায়নপুর বাজারের পূর্বে চৌ-রাস্তার মোড়ে এই ছিনতাই এর ঘটনা ঘটে। নাইম হোসেন বাঘা পৌরসভার চকনারায়নপুর গ্রামের আইনাল আলীর ছেলে বলে জানা গেছে।

 

অভিযোগ সুত্রে জানা গেছে, নাইম হোসেন গরু ক্রয় করতে মনিগ্রাম ইউনিয়ানের তুলশিপুর গ্রামে যাচ্ছিল। সোমবার দুপুর ২টার দিকে নারায়নপুর বাজারের পূর্বে চৌ-রাস্তা মোড়ে পৌঁছালে উঠতি বয়সের কিছু যুবক (কিশোর গ্যাং) তার পথরোধ করে। এ সময় তারা লোহার রড, হাতুড়ি, চাকু, চাইনিচ কুড়াল নিয়ে হামলা করে ৮৫ হাজার টাকা কেড়ে নেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।

 

এ ঘটনায় মাংস ব্যবসায়ী নাইম হোসেনের ব্যাবসায়ীক পাটনার রতন আলী বাদী হয়ে মনিরুল ইসলাম, আনারুল ইসলাম, রনি হোসেন ও উজ্জল হোসেনকে অভিযুক্ত করে বাঘা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

 

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪ | সময়: ৭:২১ অপরাহ্ণ | Daily Sunshine