স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, বাঘা:

রাজশাহীর বাঘায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) ছাত্রীর মা’ বাদি হয়ে বাঘা থানায় এই অভিযোগটি দায়ের করেন। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সুশীল সমাজের লোকজন।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, ৩০ অক্টোবর দুপুরে ৫ম শ্রেণির এক ছাত্রীকে উপজেলার চকএনায়েত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান অফিস কক্ষে ডেকে নেন। এ সময় অফিসে কেউ ছিলনা। এ সুযোগে ছাত্রীর স্পর্শকতর স্থানে হাত দিয়ে তাকে আদর করতে যান ঐ শিক্ষক। অত:পর বাড়িতে এসে ঐ ছাত্রী পুরো ঘটনা তার পিতা-মাতাকে অবগত করেন। এরপর ওই ছাত্রীর পরিবার প্রধান শিক্ষকের কাছে গিয়ে বিষয়টি জানতে চাইলে, উল্টো তিনি বিভিন্ন ভাবে তাদের হুমকি দেন।

 

এদিকে পরক্ষনে স্থানীয় লোকজন বিষয়টি অবগত হলে তারা ঐ শিক্ষককে মারতে যান। এরপর অজ্ঞাত কারনে বিষয়টি থেমে যায়। পরে এলাকার লোকজন এ বিষয়ে উপযুক্ত বিচার করে দিবেন বলে স্কুল ছাত্রীর পরিবারকে আস্বাস দিয়ে তিনদিন সময় নেন। কিন্তু ১৩ দিনেও কোন ব্যবস্থা গ্রহন না করায় অবশেষে ছাত্রীর মা বাদি হয়ে সোমবার সন্ধ্যায় বাঘা থানায় এসে একটি মামলা দায়ের করেন।

 

এ বিষয়ে প্রধান শিক্ষক মিজানুর রহমানের মোবাইলে মামলা হওয়ার পরদিন মঙ্গলবার বিকাল ৫টার দিকে একাধিকবার ফোন দিয়ে তার ফোন বন্ধ পাওয়া যায়।

 

তবে মামলার তদন্ত অফিসার বাঘা থানার উপ-পরিদর্শক (এস.আই) নাসির উদ্দিন জানান, অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আমরা আসামীকে গ্রেফতার করার চেষ্টা চালাচ্ছি।


প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪ | সময়: ৭:০৪ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর