কৃষকবান্ধব সেচ নীতিমালা সঠিক সেচ অপারেটরের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: সেচ নীতিমালা পরিবর্তন করে কৃষকবান্ধব নীতিমালা ও কৃষক সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী সেচ পাম্পের অপারেটর নির্বাচনে দাবিতে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। সোমবার এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বরেন্দ্র অঞ্চলের জেলাগুলো মারাত্মক খরার ঝুঁকি হওয়ায় ২০০৮ সালে বিএমডিএ সেচ নীতিমালা প্রনয়ন করে। এই নীতিমালার দোহাই দিয়ে বরেন্দ্র ডিপগুলো পরিচালনা করে প্রভাবশালীরা। ফলে সেচকে কেন্দ্র করে কৃষক মৃত্যু, মারামারি, ডিপ দখল, পানির অন্যায্যতা, পানি হীনতা এবং প্রান্তিক কৃষকেরা পানির অধিকার বঞ্চনার শিকার হচ্ছেন।তারা বিএমডিএর বৈষম্যমূলক সেচ নীতিমালা-২০০৮ পরিবর্তন করে কৃষকবান্ধব করার দাবি করেন। এছাড়াও বরেন্দ্র এলাকার জলাধার, খাল-খাড়ি, নদ নদীগুলো খনন করে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেয়ার আহবান জানানো হয়।


প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪ | সময়: ৬:২৩ পূর্বাহ্ণ | সুমন শেখ