শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শহীদ শামসুজ্জোহা হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ করা হয়েছে। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এসব নিয়োগ দেন।
হলগুলো ও নবনিযুক্ত প্রাধ্যক্ষ হচ্ছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ড. মো. আরিফুল ইসলাম (প্রফেসর, দর্শন বিভাগ) ও শহীদ শামসুজ্জোহা হলে ড. মো. আল-আমিন সরকার (প্রফেসর, ফিশারীজ বিভাগ। নবনিযুক্ত প্রাধ্যক্ষগণ ইতিমধ্যে নিজ নিজ দায়িত্বে যোগ দিয়েছেন। তাঁরা দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
প্রসঙ্গত, হলগুলোর পূর্বতন প্রাধ্যক্ষগণের কার্যকাল শেষ হওয়ায় এই নিয়োগ প্রদান করা হয়।