বড়াইগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে আরিয়ান আহমেদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করেন স্বজনরা। নিহত আরিয়ান উপজেলার মাঝগাঁও ইউনিয়নের তিরাইল গ্রামের আলম হোসেনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মোশতাক আহমেদ জানান, দুপুরে শিশুটির মা তাকে উঠানে খেলতে দিয়ে রান্না করছিলেন। কিছু সময় পরে তাকে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার অচেতন দেহ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।


প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪ | সময়: ৬:১৮ পূর্বাহ্ণ | সুমন শেখ