সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে মসজিদের লাইট বন্ধ করা নিয়ে সংঘর্ষে আহত ১০

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মসজিদের লাইট বন্ধ করা নিয়ে সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত ও একটি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কেচোয়াকোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের মধ্যে সাব্বির হোসেন (১৮) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং খায়রুল ইসলাম (৩৫), মিলন (২১), ইমাম হোসেন (৪০) ও আবু বকর সিদ্দিক (৫০) কে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া মৃত মাহতাব উদ্দিনের স্ত্রী শামসুন্নাহার (৪০) ও অহিদুল ইসলাম শাকিলের স্ত্রী সুমাইয়া খাতুন (২৫) কে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার স্থানীয় মসজিদে এশার নামাজের পর কেচোয়াকোড়া গ্রামের আব্দুল জব্বার (৬৫) লাইট বন্ধ করে বাইরে আসেন। এ সময় প্রতিবেশী আফসার আলী (৬০) মসজিদের ভেতরে থাকলেও তিনি খেয়াল করেননি। পরে এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক হয়। ওই ঘটনার জের ধরে শুক্রবার সকালে সংঘর্ষ হলে উভয় পক্ষের ১০ জন আহত হন।
এ সময় আব্দুল জব্বারের স্ত্রী-সন্তানরা একটি ঘরে ঢুকে আত্মরক্ষার চেষ্টা করলে আফসার আলীর স্বজনরা তাদেরকে অবরুদ্ধ করে রাখে। এ সময় তারা ওই বাড়ির বিভিন্ন ঘরে ব্যাপক ভাংচুর করে। পরে খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে মহিলা সহ ১২ জনকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৪ | সময়: ৫:২৩ পূর্বাহ্ণ | সুমন শেখ