রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর ঠিকাদার সমিতির সহসভাপতি নির্বাচিত হওয়ায় ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিলকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার বিকালে নগরীর সপুরায় এক অনুষ্ঠানের মাধ্যমে শাকিলকে এ সংবর্ধনা দেয়া হয়।
জাকারিয়া হোসেন সবুজের পরিচালনা বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহ মখদুম থানা বিএনপির যুগ্ম আহবায়ক মো. রাজিব, পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর ঠিকাদার সমিতির সহ সাংগঠনিক সম্পাদদক আরিফুজ্জামান সোহেল, সদস্য শ্যামল শেখ, শাহ মখদুম থানা যুবদল যুগ্ম আহবায়ক শাকিলুর রহমান রন, যুবদল নেতা রাজীব।
এদিন ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিলকে সংবর্ধনা দেন ১৭ নম্বর ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে টোকন ও রাজু, শালবাগান যুব সমাজের পক্ষ থেকে জাবেদ, পলিটেকনিক ছাত্র সমাজের পক্ষ থেকে তপু, সপুরা যুব সমাজের পক্ষ থেকে দিপু ও রনি, ইয়াং যুব সমাজের পক্ষ থেকে তানভীর, বিসিক ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জুয়েল, শাহ মখদুম থানা যুব সমাজের পক্ষ থেকে তফেল, ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে অপু ও দুলাল এবং সপুরা ছাত্র ও যুব সমাজের পক্ষ থেকে সজিব।