শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নে বান্দাইখাড়া কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প পরিদর্শন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় বান্দাইখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিশোর কিশোরী ক্লাব পরিদর্শনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন।
তিনি বলেন, তরুণ প্রজন্মকে যুগোপযোগী করে গড়ে তোলার অংশ হিসেবে কিশোর কিশোরী ক্লাব স্থাপন হয়েছে। যা নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করবে। তিনি আরও বলেন, সমাজের বিভিন্ন স্তরের প্রান্তিক কিশোর- কিশোরীদের বাল্যবিবাহ ও যৌন নির্যাতন প্রতিরোধে কাজ করছে কিশোর-কিশোরী ক্লাব।
এসময় উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার, কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক ঋতুপর্ণা দাশ প্রমুখ।