সর্বশেষ সংবাদ :

মহাদেবপুরে দুস্থ নারী কর্মীদের সঞ্চিত অর্থের চেক ও সনদপত্র বিতরণ

মহাদেবপুর প্রতিনিধি:

মহাদেবপুরে দুস্থ নারী কর্মীদের সঞ্চিত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (জঊগচ-৩) শীর্ষক প্রকল্পের আওতায় মহাদেবপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ৭ নভেম্বর সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা, চেক ও সনদপত্র বিতরণের আয়োজন করা হয়। মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান এর সভাপতিত্বে ও উপসহকারী প্রকৌশলী মো: রাজিব হোসেন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: খুরশীদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা প্রকৌশলী সৈকত দাস প্রমুখ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, ২০২০-২০২১ অর্থবছর থেকে ২০২৩-২০২৪ অর্থবছরে যে সকল দুস্থ নারীদের পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ এ নিয়োজিত উপজেলার ১০ ইউনিয়নের মোট ১শ জনকে তাদের বেতনের ৪০% সঞ্চিত অর্থের চেক প্রদান করা হয়।

 

উল্লেখ্য, এর আগে উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে সরস্বতীপুর একাডেমির আয়োজনে এডুকেশন স্পন্সরশীপ এর আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের সেমিনার ও মাসিক শিক্ষা উপবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃত্তি প্রদান করেন।


প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪ | সময়: ৪:০৪ অপরাহ্ণ | Daily Sunshine