শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর পুলিশের অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয় নগরীর বিভিন্ন জায়গায়।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ০৩ জন, রাজপাড়া থানা ০১ জন, কাটাখালী থানা ০২ জন, শাহ মখদুম থানা ০১ জন, কাশিয়াডাঙ্গা থানা ০১ জন ও ডিবি পুলিশ ০২ জনকে গ্রেপ্তার করে। যার মধ্যে ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৪ বোতল ফেন্সিডিল ও ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।