শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: তাইওয়ানে অনুষ্ঠিতব্য ন্যাশনাল স্কুল অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) অ্যাথলেট তামিম হোসেন।
তিনি ট্রিপল জ্যাম্পে ১৪.৭৭ মি. লাফিয়ে স্বর্ণপদক লাভ করেন। প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও মলয়েশিয়া, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর ও স্বগতিক তাইওয়ান অংশগ্রহণ করছে। ১০ সদস্য বিশিষ্ট বিকেএসপি দলটি গত ৩ নভেম্বর রাতে তাইওয়ান গেছে। প্রতিযোগিতা ৯ নভেম্বর শেষ হবে। বিকেএসপি দলের আগামী ১১ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে। বিকেএসপি দলের কোচের দায়িত্ব পালন করছেন ফৌজিয়া হুদা জুই ও শাহাদাত হোসেন ভূইয়া।