মহাদেবপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

মহাদেবপুর প্রতিনিধি:

মহাদেবপুরে সাংবাদিক, মুক্তিযোদ্ধা, ছাত্র প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন নওগাঁ জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাশমত আলী। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইব্রাহিম খাঁনের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহাদেবপুর প্রেস ক্লাসের সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী বাবলু, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট, জামায়াতে ইসলামের আমির আব্দুল আজিজ সুমন, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারী মুফতি মা’আরিফুল ইসলাম, সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু প্রমূখ। বক্তারা মহাদেবপুরের রাস্তার যানজট, বয়লারের ছাই, জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ সময় জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বিদ্যালয়ের সামনের রাস্তা দখল করে দাঁড় করিয়ে রাখা ট্রাকগুলো সরিয়ে নেওয়ার দাবী জানান। প্রধান অতিথি জেলা প্রশাসক মনোযোগ দিয়ে এ সব সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪ | সময়: ৬:২৯ অপরাহ্ণ | Daily Sunshine