মহাদেবপুরে শিক্ষার্থীর মা আহত হওয়ায় এলাকায় উত্তেজনা

মহাদেবপুর প্রতিনিধি:

মহাদেবপুরে স্কুলের অভিভাবক সমাবেশ থেকে ফেরার পথে শিক্ষার্থীর মা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে ট্রাক সরানোর দাবীতে শতাধিক ছাত্র উপজেলা চত্বরে উপস্থিত হয়ে নির্বাহী অফিসারের নিকট দাবী জানায়। ৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে ইউএনও অফিসের সামনে হঠাৎ করে জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী জড় হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান মসজিদে নামাজে ছিলেন। নামাজ থেকে বের হলে নির্বাহী অফিসারকে শিক্ষার্থীরা মসজিদ গেটেই অভিযোগ করেন যে, তাদের বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে দন্ডায়মান ট্রাকগুলি সরিয়ে দিতে হবে। উপজেলা নির্বাহী অফিসার শিক্ষার্থীদের দাবীর মুখে আশ্বস্ত করে বলেন, আগামীকাল জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম। উল্লেখ্য যে, বিষয়টি গত ৩০ অক্টোবর উপজেলা আইন শৃঙ্খলা মিটিং এ উত্থাপন হয়েছিল কিন্তু  ট্রাকগুলি ঘটনাস্থল থেকে অপসারণ না করায় পুনরায় সড়ক দুর্ঘটনা ঘটে। বিদ্যালয়ের শিক্ষক, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের অভিভাবক সমাবেশ ছিল।

 

এ সমাবেশ থেকে ফেরার পথে বিদ্যালয় গেটের সামনে এসএসসি পরীক্ষার্থী দেবাশীষ এর মা কল্পনা রানী অটো চার্জার ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ছাত্র-ছাত্রীরা জানায় স্কুল গেটের সামনের রাস্তা দখল করে ট্রাক রাখার কারণে প্রায় এখানে দুর্ঘটনা ঘটছে। স্কুল গেটের সামনে থেকে ট্রাক সরিয়ে নেওয়ার জন্য তারা প্রশাসনের প্রতি দাবী জানিয়েছে। অবিলম্বে বিদ্যালয়ের সামনে থেকে রাস্তা দখল করে থাকা ট্রাকগুলি অসারণ করা না হলে বড় ধরণের সড়ক দুর্ঘটনা ঘটতে পারে এবং এতেকরে শিক্ষার্থী এবং ট্রাক মালিক-শ্রমিকদের সাথে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করা হচ্ছে।

সানশাইন / শামি


প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪ | সময়: ৯:১৮ অপরাহ্ণ | Daily Sunshine