বাঘায় শিক্ষার মান উন্নয়নে নবাগত নির্বাহী কর্মকর্তার মত বিনিময়

স্টাফ রিপোর্টার, বাঘা:

রাজশাহীর বাঘায় শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মত বিনিময় সভা করেছেন নবাগত নির্বাহী কর্মকর্তা মোসা: শাম্মী আক্তার । মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল কলেজ, মাধ্যামিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানগণের সাথে তিনি পরিচিতি-সহ এ মতবিনিময় সভা করেন।

 

বিকেল ৪ টায় আয়োজিত সভায়, উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সরকারি সেবা প্রদানের পাশা-পাশি শিক্ষার্থীদের সু-শিক্ষায় গড়ে তোলার আহবান জানান নির্বাহী কর্মকর্তা শাম্মি আক্তার। এ সময় তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, বাঘা সীমান্ত এলাকা,আমি শুনেছি এ অঞ্চলের অনেক শিক্ষার্থী মাদক সেবন, বিকাশ হ্যাকার এবং গোপনে বাল্য বিয়ের সাথে সম্পৃক্ত । এ কারনে আমি আজ আপনার স্বরণাপূর্ণ হয়েছি। আমি জানি, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। আপনারা চাইলে সবকিছু প্রতিরোধ করা সম্ভব। প্রয়োজনে প্রশাসনিক সহযোগিতা লাগলে আমাকে জানাবেন।

 

উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার অ.ফ.ম. হাসান এর পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাঘা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার মাহামুদুর রহমান খান।

 

সময় এ পারিবারিক শিক্ষা, জনসচেনতা, দারিদ্রতা, নানা কু-সংস্কার, কোচিং বানিজ্য, বিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুপস্থিতি সহ নানা সমস্যা তুলে ধরে বক্তব্য রনাখেন বাঘা ফাজিল মাদরাসা অধ্যক্ষ আব্দুর রব, বাউসা ভোকেশনাল ইন্সটিটিউট সুপারিনটেন ডেন্ট রেজাউল করিম, রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বাবুল ইসলাম, গড়গড়ি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এমদাদ আলী, আড়ানী মনোমোহিনী সরকারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শ্রী সঞ্জয় কুমার দাস ও ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল হামিদ।

 

উক্ত সভায় উপস্থিত ছিলেন খানপুর ঝড়–প্রমানিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হাবিবুর রহমান, তেথুঁলিয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক দোলেনা খাতুন, ,উপজেলার সকল কলেজ, মাধ্যামিক বিদ্যালয়, ভোকেশনাল, ও মাদ্রাসার প্রধানগণ-সহ সুধীজন ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ।


প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪ | সময়: ৭:৪২ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর