বাঘায় সদ্য যোগদানকৃত নির্বাহী অফিসারকে ফুলদিয়ে শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার, বাঘা:

রাজশাহীর বাঘায় সদ্য যোগদানকৃত নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোসা: শাম্মি আক্তারকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঘা উপজেলা বিএনপির একটি গ্রুপ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ । মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে এই শুভেচ্ছ জানান তারা।

 

এ সময় উপস্থিত ছিলেন সাবেক বাঘা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: আব্দুল্লাহ্ আল মামুন, বিএনপি নেতা মো: মজিবর রহমান জুয়েল, বাঘা উপজেলা ছাত্রদল এর সাবেক সভাপতি ও জেলার সহ-সভাপতি মো: সোহেল রানা, মো: হিটলার মন্ডল,সদস্য সচিব উপজেলা কৃষক দল, মো: স্বপন সরকার সাবেক সাধারণ সম্পাদক বাধা উপজেলা, মোঃ তানভীর আহম্মেদ (পিয়াস) সাবেক সভাপতি শাহদৌলা কলেজ ছাত্রদল, মো: আশিক ইকবাল হিমেল সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাজশাহী জেলা ছাত্রদল, মো: জাহাঙ্গীর আলম রনি সাবেক সাধারণ সম্পাদক মনিগ্রাম ইউনিয়ন ছাত্রদল, আরাফাত হোসেন অনিক যুগ্ন আহবায়ক বাঘা উপজেলা ছাত্র দল ও আমির হাসনাত রনি সহ আরো অনেকে।

 

শুভেচ্ছা বিনিময় কালে দলীয় নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞাতা প্রকাশ করে নির্বাহী অফিসার বলেন, আমি আপনাদের উপজেলায় নতুন যোগদান করেছি। আমার চলার পথে যদি কোন ভুলত্রুটি লক্ষ করেন সেটা আপমাকে ধরিয়ে দিবেন। আমি আপনাদের সকলের সহযোহিতা চাই। কারণ অত্র উপজেলায় সরকারী দায়িত্ব পালনের পাশা-পাশি উন্নয়ন করতে চাই। একই সাথে সমাজের অসঙ্গতী দুর করতে চাই।এ জন্য আপনাদের সকলের সহযোগিতার প্রয়োজন রয়েছে। আমি আপনাদের সকলের কাছে সার্বি সহযোহিতা প্রত্যাশা করছি।


প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪ | সময়: ৩:৫৯ অপরাহ্ণ | Daily Sunshine