ই-পেপার
সর্বশেষ সংবাদ :

মোহনপুরে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে বিএনপি নেতাদের বিক্ষোভ সমাবেশ

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা। সোমবার বিকেলে কেশরহাট বাজারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, অধ্যক্ষ গিয়াস উদ্দিন কলেজ গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি বানিয়েছেন পার্শ্ববর্তী বাগমারা উপজেলার আয়ুব আলীকে। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মান ক্ষুন্ন করেছেন তিনি।
সমাবেশে বিএনপির নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পৌর বিএনপির নেতাদের কি যোগ্যতা কম ছিলো, যে বহিরাগত কাউকে সভাপতি বানাতে হবে? তিনি ১০৫ টি নিয়োগ দিয়ে বানিজ্য করেছে, আওয়ামী ঘরনার হয়ে ব্যবসা করেছেন। তিনি বিএনপির একজন নেতা হয়ে অন্য নেতাদের অবমূল্যায়ন করেছেন। অধ্যক্ষ গিয়াস উদ্দিনের অপসারণ চেয়ে এডহক কমিটি বাতিল চান নেতাকর্মীরা।
সমাবেশে কেশরহাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলাউদ্দিন আলো বলেন, অধ্যক্ষ গিয়াস উদ্দিন আসলে কি পাশ তা আমার জানা নেই। তবে তিনি মেট্রিক পাশ করেছেন কিনা তা দেখতে হবে। তিনি কি পাশ করে অধ্যক্ষ হয়েছেন তা নিয়ে সন্দেহ রয়েছে। তাছাড়া তিনি স্থানীয় যোগ্যতা সম্পুর্ন এতো বিএনপির নেতা থাকতে বহিরাগত একজনকে সভাপতি বানিয়েছেন। আমরা এর তিব্র নিন্দা জানাই।
বক্তব্যে উপজেলা বিএনপির আহবায়ক মাহবুবুর আর রশিদ বলেন, আমার একটা দুঃখ, কেশরহাট ডিগ্রি কলেজ বিএনপির আমলে প্রতিষ্ঠিত। কলেজের অধ্যক্ষ শুনি-যে বিএনপি করেন। আসলে তিনি কি করেন তার কার্যকলাপে বোঝা যাচ্ছে। কেশরহাটে কি বিএনপি ও জামায়াতের লোক নাই। কি এক লজ্জার কথা। এটা শুধু বিএনপিকে বৃদ্ধাঙ্গুলি লেখাননি, কেশরহাট বাসীকেও দেখিয়েছেন।
আমরা উপজেলা বিএনপি এর তিব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি অনতিবিলম্বে এই কমিটি বাতিল করে নতুন কমিটি দিতে হবে। অন্যথায় কলেজ বন্ধের ঘোষণা দেন বিএনপির এই নেতা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল, সদস্য সচিব বাচ্ছু রহমান, উপজেলা বিএনপি নেতা আব্দুল কাদের এবং শামসুজ্জোহা শাহিন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, মোহনপুর উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোজাম্মেল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক এবং সদস্য সচিব রুবেল হোসেন, কেশরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খুশবর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান আলী, যুবদলের আহ্বায়ক শাহিন আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, যুবদল নেতা ফিরোজ মাহমুদ পলাশ, কৃষক দলের আহ্বায়ক স্বর্ণকার আব্দুর রহিম, সদস্য সচিব বুলবুল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহরাব হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল রানা, কেশরহাট পৌর শ্রমিক দলের সভাপতি দুলাল হোসেন, ছাত্রদলের আহ্বায়ক শফিউল আলম সুইট, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহাগসহ পৌর বিএনপি নেতা হারুনুর রশিদ দুলাল, শামসুল আলম, গোলাম রাব্বানী, রায়হানসহ আরো অনেকে।


প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪ | সময়: ৬:১৪ পূর্বাহ্ণ | সুমন শেখ