রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
সাদিকুল ইসলাম স্বপন ও রাসেল সরকার, মোহনপুর: বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজশাহীর মোহনপুর উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কে পৃথক দুর্ঘটনায় প্রাণ হারান তিন জন। রাজশাহীর মোহনপুরে আবারও সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে শনিবার (২ নভেম্বর) নিহত হয়েছেন এক কীটনাশক ব্যবসায়ী। গত সপ্তাহে উপজেলাটিতে ৬ জনের মতো প্রাণহানীর ঘটনা ঘটে সড়ক দুর্ঘটনায়। সম্প্রতি সড়কে দুর্ঘটনায় মৃত্যুর হার বেড়ে গেছে। অবশেষে সড়কে শৃঙ্খলা ফেরাতে রাস্তায় সক্রিয় হয়েছে থানা পুলিশ ও ট্রাফিক বিভাগ। রবিবার(৩ নভেম্বর) সকাল থেকে উপজেলা সদরে বিশেষ চেকপোস্ট বসিয়ে ট্রাফিকিং কার্যক্রম শুরু করে থানা পুলিশ ও ট্রাফিক বিভাগ। এসময় রাস্তায় চলাচল করা সকল যানবাহন থামিয়ে কাগজপত্র যাচায় বাছাই করা হয়।
উপজেলাটির মহাসড়কে অবৈধ যান চলাচলের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এমনকি নসিমন, ট্রলিও চলতে অবাদে সড়কে। সঙ্গে দ্রুত গতিতে মোটর সাইকেল। যার কারণে ভয়ঙ্কর হয়ে উঠেছে উপজেলার কিছু সড়ক। বিশেষ করে রাজশাহী-নওগাঁ মহাসড়কের চিত্র ভয়াবহ। ফোর লেন এ সড়কটিতে অবাদে চলছে নিষিদ্ধ যানবাহন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে জেলার মোহনপুর উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের সইপাড়া নামক স্থানে যে দুর্ঘটনাটি ঘটে তা সিএনজিচালিত অটোরিকশা ও খড়বোঝাই নসিমনের সংঘর্ষে। দুর্ঘটনার পর সিনএনজিচালিত অটোরিকশা ও নসিমন চালককে আটক করেছে পুলিশ।
নিহত দুজন হলেন মো. পলাশ (২২) ও আব্দুল কুদ্দুস (৪০)। এরমধ্যে পলাশ সেনাবাহিনীর সৈনিক হিসেবে সাভার সেনানিবাসে কর্মরত ছিলেন। আর আব্দুল কুদ্দুস মোহনপুর উপজেলার স্থানীয় একটি মসজিদের ইমাম। ২ নভেম্বর যে সড়ক দুর্ঘটনাটি ঘটে তা দ্রুতগামী মোটরসাইকেল দাঁড়িয়ে থাকা পথচারিকে ধাক্কা দিলে।
সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার মাঠে নেমেছে ট্রাফিক বিভাগ। রবিবার আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ চেকপোস্টে উপস্থিত ছিলেন, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান, মোহনপুর উপজেলা ট্রাফিক জোন ইনচার্জ (টিআই) রবিউল ইসলাম, মোহনপুর থানার এসআই নুরুল ইসলাম, এএসআই আকবর হোসেন, টিএএসআই বাবলুর রশিদ, টিএএসআই সোহেল রানা, টিএএসআই হেলাল উদ্দিনসহ ট্রাফিক বিভাগ ও থানার পুলিশ সদস্যরা।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান বলেন, সকাল থেকে চলা বিশেষ চেকপোস্টে কাগজপত্র সঠিক না থাকায় ১৫টি যানবাহন ও চালকের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা করা হয়। পাশাপাশি তাৎক্ষণিক কোন কাগজপত্র দেখাতে না পারায় ১১ টি মোটরযান থানায় আটক করা হয়। এছাড়াও সড়কে দুর্ঘটনা কমাতে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মোহনপুর উপজেলা ট্রাফিক জোন ইনচার্জ (টিআই) রবিউল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ চেকপোস্টে কাগজ পথ সঠিক না থাকায় ১৫ যানবাহনও চালকদের জরিমানা করাসহ মামলা দেওয়া হয়েছে। রাস্তায় চলাচলকারি সকল যানবাহন এবং চালকদেরকে ট্রাফিক আইন মেনে চলা ও সচেতন করার উদ্যোশ্যে বিশেষ এই চেকপোস্টের ব্যবস্থা করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ নিয়মিত বিশেষ চেকপোস্টে কার্যক্রম অব্যাহত রাখবে।