বিশিষ্ট ব্যবসায়ী এরফান আলী আর নেই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশের বিশিষ্ট প্রসিদ্ধ চাল ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এরফান আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.. রাজিউন)। রোববার সিঙ্গাপুরের একটি হাসপাতালে বাংলাদেশ সময় ১১টা ২০ মিনিটে তিনি শেষ নিশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, এরফান আলী দীর্ঘদিন থেকে ক্যান্সার ও নিউমনিয়ায় আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবার আরো জানান, মরহুমের লাশ সিঙ্গাপুরে থাকায় তার জানাজার নামাযের সময় পরে জানানো হবে।
এরফান আলী করোনাকালীন (কোভিড-১৯) অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। তিনি বহু শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ,মাদ্রাসা,ইয়াতিমখানাসহ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৬ বছর সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক-ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।
এরফান আলী মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪ | সময়: ৫:৫৪ পূর্বাহ্ণ | সুমন শেখ