বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে রূপালী ব্যাংক পিএলসি’র ক্যান্টনমেন্ট শাখার নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার নগরীর উপশহর দড়িখরবনা মোড়ে দোয়া মাহফিল শেষে কেক ও লাল ফিতা কেটে ক্যান্টনমেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে। এসময় মোনাজাত পরিচালনা করেন, বাইতুল হাম মাদ্রাসার শিক্ষিক মো. মাসকুদুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত, রাজশাহী জোনের ডিজিএম মাহবুবুর রহমান, রূপালী ব্যাংক পিএলসি’র ক্যান্টনমেন্ট শাখার ম্যানেজার মো. জালাল উদ্দিন, রাজশাহী কর্পোরেট শাখার ব্যবস্থাপক মো. সৈইবুর রহমান, রূপালী ব্যাংক পিএলসি’র ক্যান্টনমেন্ট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার কে.এম আনোয়ারুল হাসান, প্রিন্সিপাল অফিসার মো. সাদেকুল ইসলাম, প্রিন্সিপাল অফিসার মাহমুদা খাতুন।