শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল হান্নান (৪৫) নামে এক সংগীত শিল্পীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাইকেল আরোহী স্বামী স্ত্রী গুরুত্বর আহত হয়েছে। শনিবার রাত ৯ টার দিকে রহনপুর -আড্ডা আঞ্চলিক মহাসড়কের বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন সিএনজি স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। ওই সংগীত শিল্পী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে গৌরিপুর গ্রামের এন্তাজ আলীর ছেলে। তার এলাকায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত ৯ টার দিকে মোটরসাইকেল চালক সংগীত শিল্পী আবদুল হান্নান নিয়ন্ত্রণ হারিয়ে পাশ দিয়ে যাওয়া বাইসাইকেল আরোহী দম্পতিকে আঘাত করে রাস্তায় পড়ে যায়। সেখানে তারা ৩ জনই গুরুত্বর আহত হয়। পরে রহনপুর ফায়ার সার্ভিসের স্টেশনের সদস্যরা সেখানে গিয়ে ৩ জন গুরুত্বর আহতাবস্থায় উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে ওই সংগীত শিল্পীর মৃত্যু হয়।
গুরুত্বর আহত আশরাফুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী সেরাতুনকে (৩০) উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে রেফার্ড করা হয়। তারা রহনপুর খোয়ার মোড় এলাকায় বসবাস করেন বলে জানা গেছে।