গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় সেবার মান বৃদ্ধি করা সম্ভব : নির্বাহী কর্মকর্তা শাম্মী

নুরুজ্জামান, বাঘা:

রাজশাহীর বাঘায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন সদ্য যোগদারকৃত উপজেলা নির্বাহী অফিসার মোসা: শাম্মি আক্তার। রবিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে তিনি এই মতবিনিময় সভা করেন। এ সময় তিনি স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সহযোগিতা করলে অত্র উপজেলায় নানা মুখি উন্নয়ন-সহ সকল দপ্তরে সেবার মান বৃদ্ধি করা সম্ভব।

 

সদ্য যোগদানকারী নির্বাহী অফিসার আরো বলেন, যেখানে মিডিয়া শক্তিশালী সেই এলাকায় কাজের স্বচ্ছতা ততো বেশি উন্নত। সরকারি পরিপত্র মেনে উপজেলাবাসীর সেবা করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, আমি জনগণের খাদেম হতে চাই। আমার কোন উচ্চ বিলাশিতা নেই। আমার ধর্ম মানবতা। আমি এখানে এসছি এলাকার উন্নয়ন এবং মানুষকে সার্বিক সেবা প্রদান করতে। এ জন্য আমার দুয়ার সকলের জন্য উন্মুক্ত থাকবে।

 

তিনি আরো বলেন, আপনারা যারা সাংবাদিক রয়েছেন, তাঁরা দয়া করে কোন মিথ্যা সংবাদ প্রকাশ করবেন না। প্রয়োজনে আমার সাথে একটিবার কথা বলে নিবেন। আপনারা একটু সহযোগিতা করলে আমার বিশ্বাস সকল দপ্তরে সেবার মান বৃদ্ধি পাবে এবং এলাকায় অন্যায়-অবিচার কমে আসবে। তিনি আরো বলেন, গণমাধ্যম কর্মীরা দেশের কথা বলেন এবং সমাজের অসঙ্গতি তুলে ধরেন।

 

উক্ত সভায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে , সকল দপ্তরে সেবারমান বৃদ্ধি, বাল্য বিয়ে বন্ধ , সরকারি সেবা প্রদানে সহায়তা, মাদক ও হ্যাকারদের তৎপরতা বন্ধে প্রশাসনকে তথ্য প্রদান এবং সমাজে অসঙ্গতিপূর্ণ যে কোন বিষয়ে তথ্য প্রদান-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোসা: সাবিহা সুলতানা ডলি ও উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান জনি ।

 

এ সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, বাঘা প্রেস ক্লাবের আহবায়ক আবদুল লতিফ মিঞা, আমানুল হক আমান ,আসলাম আলী ও আখতার রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক গোলাম তোফাজ্জল কবির মিলন, আশরাফুল আলম, লালন উদ্দিন ,মোস্তাফিজুর রহমান, আবদুল কাদের নাহিদ, ও এম ইসলাম দিলদার সহ প্রায় ২৫ জন সাংবাদিক।


প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪ | সময়: ৯:০১ অপরাহ্ণ | Daily Sunshine