রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ জন আটক

সানশাইন ডেস্ক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে মোট ৭ জনকে আটক করেনে।

 

 

গত শুক্রবার (১ নভেম্বর) মহানগরীর থানা এবং ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, এয়ারপোর্ট থানা-১ জন এবং ডিবি পুলিশ-১ জনকে গ্রেফতার করেন।

 

এদের মধ্যে ২ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্য-সহ অন্যান্য অপরাধে ২ জনকে আটক করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ১.৫০ গ্রাম হেরোইন, ৩৪০ পিস ইয়াবা-সহ ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন পুলিশ।

 

আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪ | সময়: ১:০০ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর