আজ থেকে শহীদের পরিবার ৫ লাখ; আহত পরিবার পাবে ১ লাখ টাকা আর্থিক সহায়তা -সারজিস আলম

সানশাইন ডেস্ক: আজ শানিবার (২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নতুন কর্মসূচি। এখানে প্রতি সপ্তাহে ২০০ জন শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন সমন্বয়ক সারজিস আলম।

 

আজ শনিবার (২ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ৪টি ধাপে ২০০ জনকে এ সহায়তা পৌঁছে দেয়া হবে। এই তথ্য গতকাল রতে জনিয়েছে সমন্বয়ক সারজিস আলম তার ভেরিফাই ফেসবুক আইডিতে।

 

গতকাল জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম তার পোস্ট করা ভিডিওতে বলেছেন, “প্রথমে ঢাকা থেকে এই কার্যক্রম শুরু হবে। ৮টি বিভাগের প্রতিটাতেই জুলাই স্মৃতি ফাউন্ডেশন কার্যক্রম পরিচালনা করবে।”

 

এই সহায়তার ক্ষেত্রে বড় ফান্ড-গুলো চেকের মাধ্যমে এবং ছোট-গুলো বিকাশে দেয়া হবে। প্রাথমিক-ভাবে প্রতি শহীদ পরিবারকে ৫ লাখ এবং আহতদের ১ লাখ করে টাকা দেয়া হবে । এবং এই প্রোগ্রামের নাম রাখা হয়েছে “শহীদ পরিবারের পাশে বাংলাদেশ” বলেও আরও জানান তিনি।


প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪ | সময়: ১২:০০ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর