রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাঘা:
“দক্ষ যুবক গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর উদ্যোগে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে । শুক্রবার (১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে র্যালী পরবর্তী আলোচনা সভায় সফলতার গল্প শুনিয়ে এ সভাকে সার্থত করেছেন উদ্যোক্তরা।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সাবিহা সুলতানা ডলি। তিনি উদ্যোক্তদের উদ্দেশ্যে বলেন, পৃথিবীতে কেউ সাফল্যের চামচ নিয়ে জন্মলাভ করে না। কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছু অর্জন করতে হয়। প্রবাদ আছে, ‘পরিশ্রম সাফল্যের চাবিকাঠি’। পরিশ্রমের দ্বারা ভাগ্যের চাবিকাঠি এমনভাবে পরিবর্তন করা সম্ভব, যা অলস মানুষের কাছে অলৌকিক বলে মনে হয়। যে কোনো ক্ষেত্রে সফলতার প্রথম শর্ত হল প্রবল ইচ্ছাশক্তি, আত্নবিশ্বাস ও কঠোর পরিশ্রম। মানুষ যদি তার লক্ষ্যে অটুট থাকে এবং সেই অনুযায়ী কাজ করে, তবে একদিন সে সাফল্যের চূড়ায় পৌঁছতে পারবে বলে আমি বিশ্বাস করি। তিনি উপস্থিত উদ্যোক্তাদের মুখে সফলতার কথা শুনে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রতিবন্ধী সহায়তা কেন্দ্রের কর্মকর্তা মুনসুর আলী, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, ভ্যারাসিটি সিডিলি সোসাইটির সভাপতি,সহকারি অধ্যাপক ড.আব্দুস সালাম লাভলু, সফল উদ্যোক্তা সহকারি অধ্যাপক শফিউর রহমান, জাকিয়া সুলতানা, আদুরি বেগম, মাসুদ রানা প্রমুখ। অত:পর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা শেষে প্রশিক্ষনার্থীদের সনদপত্র-সহ যাতায়াত ভাতা প্রদান করা হয়। একই সাথে সফল উদ্যোক্তাদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
এর আগে সফল উদ্যোক্তারা তাদের বক্তব্যে বলেন, স্বল্প সুদে সরকারি সহায়তা পেলে উন্নয়ন করা সম্ভব। এতে করে একদিকে লাভবান হবে উদ্যোক্তা, অপর দিকে লাভবান হবেন রাষ্ট্র। তাঁরা বলেন, এই যুব উন্নয়ন থেকে লোন নিয়ে কেউ গবাদি পশু পালন, কেউ-কেউ মাছ চাষ, আবার অনেকেই কৃষি খাতে সাবলম্বী হচ্ছেন। তাদের চাওয়া, সরকার যদি ঋণের সংখ্যা বাড়িয়ে দেন, তাহলে দেশে আরো ব্যাপক হারে উন্নয়নের হবে। সেই সাথে যে সকল বেকার যুবকরা চাকরির জন্য বিভিন্ন দ্বারে-দ্বারে ঘুরে বেড়াচ্ছে, তারাও বাড়িতে বসে পরিশ্রমের মাধ্যমে সাবলম্বী হতে পারবে।