বাঘায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে কিশোর কিশোরী ফোরাম গঠন

নুরুজ্জামান,বাঘা:

রাজশাহীর বাঘায় শিক্ষার মানউন্নয়ন ও বিকাশ সাধনে কিশোর-কিশোরীদের নিয়ে ক্লাব স্থাপন প্রকল্প বাস্তবায়ন হচ্ছেনা। এর ফলে অল্প বয়সে বাল্য বিয়ের শিকার হচ্ছে অনেক শিক্ষার্থী। সরকারের এই প্রকল্পটি চালু করা হলে বাল্যবিবাহ, যৌনহয়রানী ও যৌতুক প্রবণতা রোধ করা সম্ভব হবে বলে জানান একটি বেসরকারী সংগঠন ডাসকো ফাউন্ডেশ। তাঁরা ইতোমধ্যে উপজেলার তেঁতুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে কিশোর কিশোরী ফোরাম গঠন করার মধ্য দিয়ে এই প্রকল্পের কার্যত্রম শুরু করেছেন।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষার মান উন্নয়ন ও বাল্যবিয়ে প্রতিরোধ সহ নানা বিষয় প্রতিকারের লক্ষ্যে দেশব্যাপী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে সংস্কৃতি পরিচালনার জন্য ইতোমধ্যে কিশোর-কিশোরীদের নিয়ে সপ্তায় একদিন করে ক্লাস নেয়া হচ্ছে। সেখানে থাকছে নাচ, গান ও কবিতা আবৃত্তি বিষয়ে প্রশিক্ষন। তবে বাল্যবিবাহ-সহ আরো অনেক বিষয় রয়েছে যা পরিহারের জন্য গঠন করা হয়নি ক্লাব অথবা ফরম গঠন।

 

এদিকে থেকে রাজশাহীর বাঘা উপজেলার তেঁতুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে কিশোর কিশোরী ফোরাম (ক্লাব)গঠন করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০ টায় বিদ্যালয়ের হলরুমে এই ফোরম গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন তেঁতুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল। ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে এবং ইমপাওয়ার প্রকল্পের অর্থয়ানে ২০ সদস্য বিশিষ্ট কিশোর কিশোরী ফোরাম গঠনে প্রাথমিক ভাবে ১২ জন মেয়ে এবং ৮ জন ছেলে শিক্ষার্থী বাছাই করে কমিটি গঠন করা হয়েছে।

 

প্রকল্প কর্মকর্তারা জানান, পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পটি চালু করা হলো। এর মুল লক্ষ্য এবং উদ্দশ্যে হলো যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি, কিশোর-কিশোরি ক্ষমতায়িত, ইউনিয়ন সরকারি স্বাস্থ্য কেন্দ্রে কৈশর বান্ধব সেবা পাওয়ার জন্য যোগাযোগ স্থাপন, কিশোর-কিশোরীদের চিত্তবিনোদন ও সামাজিক করণের জন্য নিরাপদ স্থানের ব্যবস্থা করা, বাল্যবিবাহ, যৌনহয়রানী ও যৌতুক প্রবণতা রোধ করা, কিশোর-কিশোরীদের মধ্যে নেতৃত্বদান ও সুস্থ মানসিক বিকাশের সুযোগ সৃষ্টি করা, কিশোর-কিশোরীদের অধিকার বাস্তবায়নে কিশোর-কিশোরী ও কমিউনিটির অংশগ্রহণ বৃদ্ধি করা।

 

এ ছাড়াও শিক্ষা জীবন থেকে ঝড়ে পড়া কিশোরীদের জীবিকা অর্জনমূলক প্রশিক্ষণে অংশগ্রহণ নিশ্চিত করা, কিশোর-কিশোরীদের জীবন দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন, নারী-পুরুষের বৈষম্যহীন ও পারস্পরিক সুরক্ষামূলক সমাজ গঠনের অনুকূল পরিবেশ সৃষ্টি, বাল্যবিবাহ, যৌনহয়রানী ও যৌতুক প্রবণতা রোধকল্পে সচেতনতা সৃষ্টি এবং ঝরে পড়ার হার কমানো-সহ কিশোর-কিশোরীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ সৃষ্টি এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। এ সময় উপস্থিত ছিলেন, তেঁথুলিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুনা লাইলা,মকবুল হোসেন, আনিছুর রহমান,ডাসকো ফাউন্ডেশনের কিশোর কিশোরী স্বাস্থ্য প্রচারক ফারজানা ববি সহ অত্র এলাকার সুধীজন ও সু-শীল সমাজের নেতৃবৃন্দ।

 

এ বিষয়ে বাঘা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: নাসরিন আক্তার বলেন, আমরা সপ্তায় একদিন শুক্রবার কিশোর-কিশরী ক্লাব গঠনের মাধ্যমে সংস্কৃতি চর্চা করায়। বাঁকি যে বিষয় গুলোর কথা এসছে এ সংক্রান্তে আমাদের কাছে কোন পরিপত্র (চিঠি) আসেনি। যদি কোন বে-সরকারী সংগঠন কিংবা ফাউন্ডেশন শিক্ষা মন্ত্রনালয় থেকে এ ধরণের প্রকল্প বাস্তবায়নের সুযোগ সৃষ্টি করে ক্লাব কিংবা ফরম গঠন মাধ্যমে শিক্ষার পরিবেশ উন্নত করতে পারে সেটি অবশ্যই ইতি বাচক বলে আমি মনে করি।


প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪ | সময়: ৭:৪৫ অপরাহ্ণ | Daily Sunshine