সর্বশেষ সংবাদ :

মোহনপুরে সড়কে দুর্ঘটনা রোধে মানববন্ধন

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলা সদর ও কেশরহাট বাজার মহাসড়কে ফেস্টুন নিয়ে দাড়িয়েছে স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলের সুধীজনরা। তাদের উদ্দেশ্য দূর্ঘটনায় আর কোন প্রাণ যেন না ঝরে মহাসড়কে। একারনে মহাসড়কের ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বাঁশের হাট নির্ধারিত স্থানে বসানোর দাবি করে সড়কে শৃঙ্খলা ফেরাতে মানববন্ধন করেন তারা। বুধবার সকালে অনুষ্ঠিত মানববন্ধনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ উপজেলা প্রশাসনে সুদৃষ্টি কামনা করেছেন সাংবাদিকরা।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, কেশরহাট বাজারে মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা ও বাকশৈল মহাসড়কে বাঁশের হাট উচ্ছেদ করে মহাসড়কটি যানজট মুক্ত করতে হবে। সইপাড়া মোড়ের মহাসড়কে খড়ের ব্যবসা বন্ধ করতে হবে। এছাড়াও একদিলতলা হাট ও মোহনপুর ডিগ্রি কলেজের গেট সংলগ্ন মহাসড়কে বাঁশের ব্যবসা হাটের নির্দিষ্ট স্থানে বসাতে হবে।
এছাড়াও মানববন্ধনে দেয়া বক্তব্যে উপজেলা প্রসাশনের কাছে সুধীজনদের দাবি, ফুটপাত দখল মুক্ত করা, ফিটনেস বিহীন ও অবৈধ যানবাহন চলাচল নিষিদ্ধ করা, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, মহাসড়ক রাস্তা দখল মুক্ত করা, বিকট শব্দ মোটরসাইকেল চালকদের আটক করে ব্যবস্থা গ্রহন করাসহ রাস্তায় চলাচলকারী সকলকে সড়ক আইন মানতে অনুরোধ জানান তারা।
মানববন্ধনে ছিলেন, দৈনিক কাল বেলা ও নতুন প্রভাতের মোহনপুর প্রতিনিধি মুত্তাকিন আলম সোহেল, ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার স্টাফ রিপোর্টার শাহিন সাগর, সোনার দেশ পত্রিকার মোহনপুর প্রতিনিধি মোস্তফা কামাল, সময়ের আলো ও সানশাইন পত্রিকার মোহনপুর প্রতিনিধি রাসেল সরকার, ডেইলি ভয়েজ অফ এশিয়া ও পদ্মাটাইমসের মোহনপুর প্রতিনিধি রায়হানুল হক রিফাত, আজকের বসুন্ধরার স্টাফ রিপোর্টার আনছার তালুকদার স্বাধীন, দৈনিক নববানীর ও আমাদের রাজশাহীর সিনিয়র স্টাফ রিপোর্টার রুবেল সরকার, খবর পত্রের স্টাফ রিপোর্টার ইয়াচিন কামাল, সোনালী সংবাদের মোহনপুর প্রতিনিধি রফিকুল আলম সোহেল, সানশাইন পত্রিকার স্টাফ রিপোর্টার সাদেকুল ইসলাম স্বপন, উত্তরা প্রতিদিনের মোহনপুর প্রতিনিধি শরিফুল ইসলাম, রাজশাহীর আলোর বাগমারা প্রতিনিধি আপেল মাহমুদ রাঙা।


প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪ | সময়: ৫:৫০ পূর্বাহ্ণ | সুমন শেখ