রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, তনোর: আ’লীগের খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও শান্তির নিশ্চিত করার দাবিতে তানোরে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে সোমবার বিকালে তানোর উপজেলার গোল্লাপাড়া ফুটবল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখার উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়। তানোর উপজেলার জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতে ইসলামী পশ্চিম জেলার নায়েবে আমীর মোহাম্মদ আবুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক জামিলুর রহমান, রাজশাহী জেলা ওলামা সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও পাকড়ী ইউপি’র সাবেক চেয়ারম্যান জালাল উদ্দীন, তানোর উপজেলা নায়েবে আমীর হাফেজ সৈয়দ আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াস আলী, জামায়াতে ইসলামী মুন্ডুমালা পৌরসভা আমীর মাঃ আনিসুর রহমান, তানোর পৌরসভা আমির অধ্যাপক আবুল কালাম আজাদ, মুন্ডমালা পৌরসভা নায়েবে আমীর কাজী মোহাম্মদ মিজানুর রহমান, পাঁচন্দর ইউনিয়ন আমির জুয়েল রানা। উক্ত অনুষ্ঠানটির সঞ্চলনা করে বাংলাদেশ জামাতে ইসলামি তানোর উপজেলা সেক্রেটারি রন ডি এম আক্কাস।