রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ফুলশোঁ গ্রামে ৩ টি বাড়িতে অভিযান চালিয়ে ৯০ বস্তা পলিথিন জব্দ করা হয়। স্বাস্থ্য সুরক্ষার দিকটি বিবেচনা করেই সরকার পলিথিন বন্ধের উদ্যোগ নিয়েছে। আগামী ১ নভেম্বর থেকে কঠোর মনিটরিং করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে কেশরহাট পৌরসভার ৫নং ওয়ার্ড ফুলশোঁ গ্রামে ৩টি বাড়িতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৯০ বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ এ পলিথিন মজুদ রেখে কেশরহাট বাজারে নিয়মিত বিক্রি করছিলেন মাসুদ রানা নামের এক পাইকারি ব্যবসায়ী। পলিথিন জব্দ করার পর মাসুদ রানাকে ৫০০ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা।
এর আগে সকাল ১০ টার দিকে কেশরহাট বাজারের কামার পট্টিতে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় পৌর এলাকার ফুলশো গ্রামের আব্দুল মতিনের টিন সেড ঘর গুড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।
এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের সাথে সার্বিক সহযোগিতায় ছিলেন, কেশরহাট ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাহাবুর উর রশিদ, থানা পুলিশের সদস্যরাসহ আনসার সদস্যরা।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা বলেন, জেলা প্রশাসকের নির্দেশ অমান্য করে কেশরহাট বাজারে সরকারি জায়গায় দোকান করায় তা উচ্ছেদ করা হয়েছে। পরে ফুলশো গ্রামে অভিযান চালিয়ে মাসুদ রানার ৯০ বস্তা পলিথিন জব্দ করে ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। তাকে কঠোর ভাবে সর্তক করা হয়েছে।
এদিকে রবিবার (২৭ অক্টোবর) পাট মন্ত্রণালয়ে পলিথিন বন্ধ এবং পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করার বিষয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সুপারশপে কোনও পলিথিন ব্যাগ ব্যবহার করা যাবে না। পলি ব্যাগ ব্যবহার বন্ধে আগামী ১ নভেম্বর থেকে সব মার্কেটে কঠোর মনিটরিং শুরু হবে। পলিথিন উৎপাদন বন্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
পরিবেশ উপদেষ্টা বলেন, রক্ত, মায়ের দুধ ও খাদ্য উপাদানে মাইক্রো প্লাস্টিক পাওয়া গেছে। পলিথিন ব্যবহারে মানুষকে অভ্যস্ততার জায়গা থেকে সরাতে হবে। নিজেদের সচেতনতা বাড়াতে হবে, যাতে ২০১০ ও ১৩ সালের বিধিমালা বাস্তবায়ন করা যায়।
তিনি বলেন, পাটজাত পণ্য উৎপাদনকারীরা বেশি দাম ধরায় মানুষ প্লাস্টিক ও পলিথিন ব্যবহারে বাধ্য হয়। ফলে পলিথিনের ব্যবহার বন্ধে পাটের ব্যাগের মূল্য সহনীয় রাখতে হবে। আমরা চাই পলিথিনের ক্ষতিকর দিক বুঝে মানুষ এটির ব্যবহার থেকে সরে আসুক, যাতে আমাদের ব্যবস্থা নিতে না হয়।
সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ করতে হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এখনও কোনও সুপারশপে অভিযান চালাইনি। ১ নভেম্বর থেকে পলিথিন ব্যাগের বিষয়ে অভিযান শুরু হবে। যেসব সুপারশপ এখনও পলিব্যাগ দিচ্ছে তারা জাতির স্বার্থ বিবেচনা করে পলিব্যাগ ব্যবহার বন্ধ করবে।