সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষি প্রণোদনার বিনামূল্যে রবি শস্যের বীজ ও রাসায়নিক সার সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। চলতি মৌসুমে উপজেলায় ফসলের আবাদ ও উৎপাদনের লক্ষ্যে ১২ হাজার ৫০৫ জন জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে রবিশস্যের এই প্রণোদনা দেওয়া হচ্ছে।
উদ্বোধনী দিনে বোয়ালিয়া ইউনিয়নের কৃষকদের মধ্যে সরিষার বীজ বিতরণ করা হয়। পরে উপজেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার।
প্রধান অতিথির বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। অন্যদের মধ্যে ছিলেন উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা ফজলুর রহমান, রাকীব উদ্দীন, রইসউদ্দিন, ইব্রাহিম খলিলসহ কৃষকরা।
উল্লেখ্য, গোমস্তাপুর উপজেলার মোট ১২ হাজার ৫০৫ জন চাষীকে রবি শস্যের এ প্রণোদনা সহায়তা দেয়া হচ্ছে। এর মধ্যে সরিষা ৫ হাজার ৮২০ জন, গম ৬ হাজার ২০০জন, ভূট্টা ১২০ জন, চিনা বাদাম ২০ জন, শীতকালীন পেঁয়াজ ৮০ জন, মসুর ১১০ জন, খেসারি ১৩৫ জন,অড়হড় ২০ জনকে বীজ ও রাসায়নিক সার তুলে দেওয়া হবে।