সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: রাজশাহীর চারঘাটে ১ কেজি ৫শ’ গ্রাম গাঁজা-সহ নান্নু নামে এক মাদক কারবারিকে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ।
গত বুধবার (২৩ অক্টোবর) রাত ৮টা ৫ মিনিটের দিকে চারঘাটের পল্লীবিদ্যুৎ মোড় হতে তাকে আটক করা হয়। আটককৃত আসামি চারঘাট মডেল থানার পশ্চিম ভাটপাড়া গ্রামের মুর্শিদ আলীর ছেলে নান্নু (৩১)।
ঘটনাসূত্রে জানা গেছে, চারঘাট মডেল থানার এসআই (নিরস্ত্র) নুর ইসলাম ও ফোর্সসহ গত বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চারঘাট বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারেন, চারঘাট মডেল থানাধীন পল্লীবিদ্যুৎ মোড়ে পাশের রাস্তায় একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।
এরপরে চারঘাট মডেল থানার এসআই (নিরস্ত্র) নুর ইসলাম এবং ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নান্নুর দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১ কেজি ৫শ’ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা-সহ তাকে আটক করে।
“গাঁজা উদ্ধারের এ ঘটনায় চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি মামলা রুজু হ-য়ে-ছে।”