শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: ভবানীগঞ্জকে আধুনিক ও উন্নত পৌরসভা গঠনের কাজ শুরু হয়েছে। যানজট মুক্ত, পুটপাতে চলাচল, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও পরিস্কার পরিচ্ছন্ন পৌরসভা গঠনের লক্ষে পৌরসভায় বেশ কিছু প্রকল্প চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি) নিম্ন আয় এলাকা গঠন ও সদস্যের দায়িত্ব বিষয়ক দিনব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গভর্নেন্স ইমপ্রুভমেন্ট আ্যান্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট (জিআইসিডি) কনসালটেন্সি সার্ভিসেস, আইইউজিআইপি এর সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।
ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর খন্দকার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিএম আব্দুল মজিদ, বাগমারা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাহিদ হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল আহম্মেদ, সহকারি প্রকৌশলী লিটন মিয়া, উপ-সহকারি প্রকৌশলী তৌফিকুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালায় পৌরসভার নিম্ন আয়ের লোকজন বসতি এলাকা চিহ্নিতকরণ ও তাদের জীবন মান ও দক্ষতা উন্নয়ন ও কর্মক্ষম জনগোষ্ঠি হিসাবে দেশের উন্নয়নে অবদান রাখার বিভিন্ন কৌশল ও দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।