সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: উচ্ছেদের একমাস না যেতেই চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন চত্বরে উচ্ছেদ করা জায়গায় আবারও স্থাপনা নির্মাণ শুরু করেছে অবৈধ দখলদাররা।
জানা গেছে, রহনপুর রেলস্টশন চত্বরে পার্কিং তৈরির জন্য গত ২৬ সেপ্টেম্বর উচ্ছেদ অভিযান পরিচালনা করে রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ। সেদিন প্রায় অর্ধশতাধিক দোকানপাঠ উচ্ছেদের পর অপ্রীতিকর ঘটনার কারণে উচ্ছেদ কার্যক্রম স্থগিত করে দেয় রেলওয়ে কতৃপক্ষ। তার কয়েকদিন পর থেকেই উচ্ছেদকৃত স্থান পুনর্দখল শুরু করে অবৈধ দখলদাররা। এরই ধারাবাহিকতায় উচ্ছেদকৃত স্থানে প্রায় ১৫ টি দোকান পুনঃস্থাপন করা হয়েছে।
এ বিষয়ে রেলওয়ের উন্নয়ন নিয়ে কাজ করা স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খান রুবেল জানান, বিষয়টি আমরা রেল কতৃপক্ষকে অবহিত করলেও তাদের উদাসীনতার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন রহনপুর রেলওয়ে এলসি স্টেশনের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন কাজ অবৈধ দখলদারদের কারণেই সব সময় ভেস্তে যাচ্ছে। আমরা রহনপুর রেলস্টেশন চত্বরে পুনর্দখল করা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দ্রুত উন্নয়ন নিশ্চিত করার দাবী জানাচ্ছি। এ বিষয়ে পশ্চিম রেলওয়ের বিভাগীয় ভু-সম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিমের সাথে একাধিক বার ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
তবে পশ্চিম রেলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সেদিন উচ্ছেদ অভিযান স্থগিত করা হলেও পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।